রেল কোম্পানি আইল দেশে জার্মনি যায় জলে ভেসে
দুর্ভিক্ষ সেই দোষে ভাবে বোঝা যায় ॥
কচুরি যায় জলে ভেসে চাষী লোকে জমি চষে
চৈত্র আর বৈশাখ মাসে মনেরি আশায় ।
আসিয়া বৈশাখের ঢল বাড়িয়া কচুরির দল
নষ্ট করিয়া ফসল উজাইয়া যায় ॥
কু-পিত্ত বায়ু হয় মানুষের শরীলে রয়
ত্রিদোষে আয়ু ক্ষয় ডাক্তারে বুঝায় ।
তিন দোষে দেশের কপালে ভেবে দেখ আগুন জ্বলে
জল দিলে আরো জ্বলে নিভে নাতো হায় ॥
জমিজমার বিক্র বন্ধ বেশ কইরা করছে পছন্দ
মেয়েলোকের নিরানন্দ পড়ছে দুর্দশায়।
বুবুর গলার আছলি ছড়া হাতের চুড়ি পায়ের খাড়ুয়া
বেচতে হইলে মাথার ছড়া পেটেরি জ্বালায় ॥
লুটা, বাটি, ঘটি, ঝাড়ি একচালা, টিনের চৌহারি
কয়েক জোড়া পাতিল হাড়ি বাজারে বিকায় ৷
গহর্মেন্টে কইরা পরামিশ খুলল একটা নতুন অফিস
কাঁস ফটিকের ভাঙা জিনিস সবই নিয়া যায় ॥
গহর্মেন্টে কইরা বুদ্ধি আরেকটা কাম করল বৃদ্ধি
চোরের মাইর হইল ভাই জাগায় জাগায় ।
যার ঘরেতে তামাকাসা অন্ধকারে চোরের বাসা
রশিদ উদ্দিন সর্বনাশা করি কী উপায় ।
পূর্ববর্তী:
« রে মন কী রসে ভুলিয়াছে অসার সংসারে আশা
« রে মন কী রসে ভুলিয়াছে অসার সংসারে আশা
পরবর্তী:
রোজার পরে আইল খুশির ঈদের দিন »
রোজার পরে আইল খুশির ঈদের দিন »
Leave a Reply