জপে রামের মরা মন্ত্র বাল্মীকি রচিল গ্রন্থ
শিরে পরি ব্রহ্মপদধুলা মন পাগেলা ॥
রাম নামে বান্ধ পারের ভেলা ॥
জনক দুহিতা সীতা নাহি মাতা নাহি পিতা
মিথিলা নগরে ভেসেছিলা ।
হরধনু ভঙ্গ করে বিয়ে করলেন জানকিরে
প্রতিশ্রুতি রক্ষা করেছিলা ॥
পিতৃ-আদেশ করতে পালন গিয়াছিলা পঞ্চবটিবন
সেবক লক্ষণ সঙ্গে করে নিলা ।
পদচক্র রেখে মাথে রাজত্ব করলেন ভারতে
অযোধ্যাতে শ্রদ্ধার পাত্র ছিলা ॥
লতাপাতা দিয়া পরে কুঁড়েঘর তৈয়ার করে
সেই ঘরে বসতি করিলা ।
সূর্পণখার অপমানে হঠাৎ একদিন দশাননে
শূন্য ঘরে সীতা হরে নীলা ॥
অসূর মারিচ হত্যা করে দেখাইলেন জগতেরে
কতপাপী উদ্ধার করিলা ।
বাউলকবি রশিদ বলে নামেতে গুণ না থাকিলে
গহীন জলে ভাসিত কি শিলা ॥
পূর্ববর্তী:
« জন্মের মত দিয়া ফাঁকি উড়ে গেল রাধাপাখী
« জন্মের মত দিয়া ফাঁকি উড়ে গেল রাধাপাখী
পরবর্তী:
জল আনিতে দেইখে আইলাম গো সকি গৌরবরণ বাঁকা »
জল আনিতে দেইখে আইলাম গো সকি গৌরবরণ বাঁকা »
Leave a Reply