কোন ঘাটের কেওয়ানি তুমি কোথা চইলা যাও
মন মাঝিরে একবার এসে ঘাটে নাও লাগাও ॥
নিত্য নিত্য আইস যাও, ডাকলে নাহি চাও ।
মাঝি রে–ঘরের কোনার বউ হইয়াছি ধরি তোমার পাও,
নি দয়া হইয়াছে বুঝি আমার বাপ মায় ॥
মাঝিরে যে অবধি আসলাম নাইয়র মুখের পাইনা রাও,
জানি না জানি না বুদয় স্বামী সেবার ভাও
মাঝিরে রশিদ উদ্দিন কহে মাঝি দেশে যদি যাও,
নাইয়র নিত কইও যাইয়া নইলে মাথা খাও ॥
পূর্ববর্তী:
« কোন কল আইলো ভবে
« কোন কল আইলো ভবে
পরবর্তী:
কোন ঘাটের খেয়ানি তুমি কোথা চাইলা যাও »
কোন ঘাটের খেয়ানি তুমি কোথা চাইলা যাও »
Leave a Reply