তার সাথে প্রেম করতে চাইলে ভাবের পাল্লায় ওজন দিস ।
সুজন চিনিয়া গোড়ায় প্রেম করিস ॥
প্রেম করা যে বড়ই লেটা, হৃদয় মাঝে বাঝে কাঁটা,
যৌবনকালে লাগে মিঠা, ভাটার বেলায় গোলমরিচ ॥
প্রেম কর রসিকের সনে, যে জন প্রেমের ভাব জানে,
মনের মানুষ পাও সেখানে, না নিলেও প্রেম যাইত্তা দিশ ॥
বাউলকবি রশিদ উদ্দিন কর্ম দোষে, হারাইল মন মানুষে,
জীবন গেল হায় হুতাসে, তোরা সব সাবধান থাকিস ॥
পূর্ববর্তী:
« তরুলতা আছে যেমন বৃক্ষ মাঝে
« তরুলতা আছে যেমন বৃক্ষ মাঝে
পরবর্তী:
তারে চিনা কঠিন ভাবে »
তারে চিনা কঠিন ভাবে »
Leave a Reply