আলিফ সাদা, লামে লাল, সিমেতে লোকাইয়াছে রমণীর কাছে ।
সুন্দর দুইটা ফল ধইরাছে রমণীর গাছে ॥
গাছে ছয় লতিফা আছে, পঞ্চ কণ্টক রয়েছে
ছয় লতিফা জাগিয়া উঠে সেই গাছে ॥
আছে মোহাম্মাদী ছয় তরিকা, জেনে উঠ সেই গাছে ॥
যদি নামাজ পড়তে চাও, জায়নামাজ বিছা ও
অর্ধ অঙ্গ লুটাইয়া সেজদায় পড়ে যাও ।
হেজরাতুলে চুম্বন দিলে দেখবে মৌলায় খেলিতেছে
বাউলকবি রশিদ উদ্দিন কয়, কাবাঘর কাল পর্দায় ঢাকা রয়,
সেই জায়গায় গিয়া নামাজ আদায় করতে হয়।
নামাজ মমিনের মেহেরাজ, আশেক যারা পড়িতেছে ॥
পূর্ববর্তী:
« আরো পুস্পপ বলি রে তোমারে
« আরো পুস্পপ বলি রে তোমারে
পরবর্তী:
আল্লা নাম না লহিলাম আমি »
আল্লা নাম না লহিলাম আমি »
Leave a Reply