দিল কোরআনের হাফেজ যে জানে তার পদ্ধতি
মরা ছেলে বিয়া করল, নব এক যুবতী ॥
সেই বিয়াতে কেউ গায়রে গান,
কেউ পড়ে বাইবেল-গীতা, কেউ পড়ে কোরআন ৷
কেউ আবার দিতেছে আজান, যার যার ধর্মের যে নীতি ॥
মরা স্বামী ঘরে তোইয়া, সারা রাত্র রঙ্গ করে পর পুরুষ লইয়া,
আবার ঘরেতে আসে ফিরিয়া, চাইর যুগে থাকে সতী ।
রসের কন্যা রূপের নাগরি, একেলা করেছে পিরিত, ত্রিজগত জুড়ি
বাউলকবি সাধক রশিদ বলে, সেই নাগরি
আমারে ধরছে পতি ॥
পূর্ববর্তী:
« দিরাই থানায় বসত করি হাওর এলাকায়
« দিরাই থানায় বসত করি হাওর এলাকায়
পরবর্তী:
দিলো না দিলো না, নিলো মন দিলো না »
দিলো না দিলো না, নিলো মন দিলো না »
Leave a Reply