প্রথম যেদিন ফুটে ফুল, প্রথম যেদিন ফুটে ॥
দিন নক্ষত্র ঠিক করি যাইও, মাইয়া চান্দের হাটে ॥
অষ্টমীতে থাক বসি, নবমিতে হবে দোষী
দশমী আর একাদশিতে ফুলের রসটি ঝুটে
পাগল মদন করিতে রণ, মাথা যদি খুটে
চিন্তা চাপ রাগ রশি দিয়া, বেঁধে পাঠাও জজ হাইকোটে ॥
তিন রঙ্গে হয় ফুলের শোভা, মনিগণের মনোলোভা
ফুলটা যেমন রক্ত জবা, চমৎকার রঙ্গ বটে,
সেই ফুলে নিজে খোদা, তিনদিন থাকে মোটে প্রে
মিক যেন চিনতে পারে, কামোকের ধন যাইরে ছোটে ॥
***
অসমাপ্ত গান, বাকি অংশ পাণ্ডুলিপি থেকে পাঠোদ্ধার করা যায়নি
পূর্ববর্তী:
« প্রথম ছন্দে অধম বন্দে (বন্দনা)
« প্রথম ছন্দে অধম বন্দে (বন্দনা)
পরবর্তী:
প্রথম যৌবন কালে কে বা না পিরিতি গো করে »
প্রথম যৌবন কালে কে বা না পিরিতি গো করে »
Leave a Reply