প্রেমের বাজারে যাইতে কয়জন পারে
কিনতে গেলে জিনিস বড় দর ॥
চাঁদের মেলা চাঁদের খেলা চাঁদের বিকিকিনি ৷
মাসেতে তিনদিন জমে সেই বাজারখানি
যে কিনিল হইল ধনী, অন্ধকারে দেখল চাঁদের পসর ॥
অমাবস্যা প্রতিপদ লাগে বারমাস,
তৃতীয়া পর্যন্ত মানুষ থাকে উপবাস ।
অমাবস্যার সময় জাননি বিষয়, চন্দ্র উদয় কোন দেশে ভিতর ॥
ঐ যে চান্দের গায় কাল চিহ্ন দেখা যায়
বুরাক লইয়া দাঁড়াইয়া ছিলেন নবী মোস্তফায় ।
নবী মেরাজ যাইতে ঐ শূন্যপথে দাঁড়াইয়া ছিলেন চান্দের উপর ॥
অমাবস্যায় নিগুম থাকে অটল নদীর জল
সাধু যারা পাতিয়াছে চন্দ্র ধরার কল ॥
গভীর জলের তলে, দীপ্তি মানিক জলে, রাখনি কেউ তার খরব ॥
রশিদ উদ্দিন ঘুরতে ঘুরতে হাতে নিয়া ডাল
নদীর পাড়ে বসে আছে ধরিয়া বহুকাল ।
কামকামিনী ঘটাইল জঞ্জাল নাও ডুবাইল কামসাগর ॥
পূর্ববর্তী:
« প্রেমের গাছে একসঙ্গেতে, ফল ধরছে একজোড়া
« প্রেমের গাছে একসঙ্গেতে, ফল ধরছে একজোড়া
Leave a Reply