আরে ও ডালের কোকিল,
তোমারি রব শুনিয়া ঘটিল মুশকিল ॥
কুহু কুহু স্বরে তোমার উজাইল সলিল ॥
মুই অভাগির মনে দুঃখ জ্বলিয়া উঠিল ।
তোমার গানে আকুল প্রাণে কলিজা ছেদিল ॥
এ সুখ বসন্তকালে বন্ধু না আসিল ৷
আমার বন্ধু কার বাগানে মালী গিয়া সাজিল ॥
রশিদ উদ্দিনের জনম ভরা শান্তি না আসিল ৷
সোনা বন্ধের নামটি আমার অন্তরে রহিল ॥
পূর্ববর্তী:
« আরে ও কৃষক মজুর ভাই
« আরে ও কৃষক মজুর ভাই
পরবর্তী:
আরে ও পাগোলার মন রে »
আরে ও পাগোলার মন রে »
Leave a Reply