আরে ও লাল শিমুলের ফুল।
গন্ধবিহীন মধুশুন্য, ভিতরে নাই মূল ॥
ভ্রমর অলি ঘুরছে খালি কইরা গণ্ডগোল।
ডালে কাটা বসতে লেটা বাসনা বুলবুল ॥
পূজাতে না লাগ তুমি হয়েছ বাতুল ॥
রূপ দেখাইয়া পাগল করলে ঘৃত ছাড়া গুল ॥
ভাবতে ভাবতে রশিদ উদ্দিন হয়েছে ব্যাকুল।
রূপ দেখিয়া গাছে উইঠ্যা গেল জাতি কুল ॥
পূর্ববর্তী:
« আরে ও পুবালী বাতাস
« আরে ও পুবালী বাতাস
পরবর্তী:
আরে ও সর্বহারার দল »
আরে ও সর্বহারার দল »
Leave a Reply