বন্ধুর বাড়ির ফুল বাগানে গেলে তরা কই।
কম্পাসেতে জরিপ করে সীমা আগে কর সই ॥
সেই বাগানের চতুর্পাশে
ঘিরিয়াছে দূর্বাঘাসে
উঠবে না লাঙ্গলের চাষে দিতে হবে মই।
বাগান আছে নন্দনকানন।
কর্মচারী আছে মদন
জল ঢালিয়া কর যতন চুঙ্গা ভরা দৈ ॥
সেই বাগানে যাবে যারা
দম থাকতে হয় প্রেমের মরা
রশিদে কয় আয়না তোরা হাত বাড়াইয়া লই।
পূর্ববর্তী:
« বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে
« বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে
পরবর্তী:
বন্ধুরে পরাণের বন্ধু যাই তোমারে থইয়া »
বন্ধুরে পরাণের বন্ধু যাই তোমারে থইয়া »
Leave a Reply