জৈষ্ঠ মাইস্যা বৃষ্টির জলে আইল আষাঢ়িয়া পানি (মন মাঝিরে)
কে কে যাবে নাও দৌড়ানি ॥
মাঝিরে…শ্রাবণ মাসের সানাই বৰ্ত্ত খেয়ে দেখছনি।
বাইছ্যা বাইছা তোল বাইছ্যা জোওয়ানি ॥
মাঝিরে…সুরমাই নদীর মাইজখানেতে পানির খুব ঘুরানি।
পাতা বৈঠার সাঁতার দিয়া গাড় মস্তুলখানি ॥
মাঝিরে…কাইস্যা বনের আরে আরে চালাইও তরণী।
ধীরে ধীরে মাইরো বৈঠা লড়ে না যে পানি ॥
মাঝিরে…দুয়ে নায়ে বাইছ ধইরাছে পাছে মাইরো তুমি।
পাছে যে পড়িতে পারে তারে কয় জিতানি ॥
মাঝিরে…রশিদ উদ্দিন ভাঙ্গা নৌকা সিছতে নাহি জানি।
পাছার বৈঠায় হাইল মানে না বাইনে চুয়ায় পানি ॥
পূর্ববর্তী:
« জুড়াতে প্ৰাণের জ্বালা ডাকি তোমায় মহাপ্ৰাণে
« জুড়াতে প্ৰাণের জ্বালা ডাকি তোমায় মহাপ্ৰাণে
পরবর্তী:
জোয়ারভাটার খবর জেনে জালুয়ায় ফালাইছে জাল »
জোয়ারভাটার খবর জেনে জালুয়ায় ফালাইছে জাল »
Leave a Reply