পরের কথা ছেড়ে দিয়ে নিজের কথা কও ।
দর্শন শ্রবণ ঘ্রাণ পরিচয় আগে গিয়া লও ।
(যদি) দাবি কর মনুষত্ব, অনিত্য কে কর নিত্য
ছাড়িয়া অকথ্য পথ্য সত্য গিয়া হও ।
যদি দেখবে পরের কাষ্ঠা, মনকে মধুর কর নিষ্ঠা
(তোমার) ঘরে কয়টা আছে দুষ্টা চেষ্টা করে লও ॥
ভয় করো না জ্বরব্যাধি, নাম অমৃত মহৌষধি
নিবৃত্তি করিবে যদি, নিজের ঘরে বও ॥
বাউলকবি রশিদ বলি স্বাধীনতার এই প্রণালী।
অহং দিয়া জলাঞ্জলি গালাগালি সও ॥
পূর্ববর্তী:
« পরান কান্দে বন্ধুয়ার পানে চাইতে
« পরান কান্দে বন্ধুয়ার পানে চাইতে
পরবর্তী:
পরের জায়গা পরের জমিন »
পরের জায়গা পরের জমিন »
Leave a Reply