কলিজা ছেদিল রে শ্যাম পিরিতের বিষে ॥
প্রেমজ্বালায় মইলাম গো সই বারণ হবে কিসে?
কেউ কিছু জানলে তোরা আমার বুকে দেও গো ঘষে
সর্ব অঙ্গ ঝরঝর রক্ত নিল চুষে ॥
যাও যাও সখি তোরা অষুধের তালাসে
মহাব্যাধি দূরে যাবে কৃষ্ণ শান্তিরসে ॥
রশিদ উদ্দিন বলে তোমার কর্মে যদি ভাসে
শ্রীকৃষ্ণধন মধুসূদন আসবে বৈদ্য বেশে ॥
পূর্ববর্তী:
« কলসি লইয়া কে গো জল ভরিতে যাও
« কলসি লইয়া কে গো জল ভরিতে যাও
পরবর্তী:
কলির জীব তরাইতে গো ও নৈদাপুরে »
কলির জীব তরাইতে গো ও নৈদাপুরে »
Leave a Reply