আমায় পার কর রাসুল ॥
আখেরাতে আঁধার রাতে পুলছেরাতের পুল ॥
তুমি সবার নায়ের মাঝি, অকূলেতে কূল
তুমি হাওয়া তুমি বাদাম তুমি হও নায়ের মাস্তুল ॥
না জানি কী রূপ ধরিয়া বাধিয়াছ গোল
(তোমার) ফুলের বাসে মধুর আশে ভ্রমর বুলবুল
দোহাজানের রঙিন হয়ে ফুটল গোলাপ ফুল।
সারে জাহানে তোমার গুনগান গায় খোদার মকবুল ॥
তোমার তরে রশিদ উদ্দিন কাঁদিয়া আকুল।
এই নিবেদন করি আমি দিও চরণ ধূল ॥
পূর্ববর্তী:
« আমায় পাগল করল শ্যাম কালিয়া রুপে আমায়
« আমায় পাগল করল শ্যাম কালিয়া রুপে আমায়
পরবর্তী:
আমায় ফাঁকি দিয়ে গেল গো সখি »
আমায় ফাঁকি দিয়ে গেল গো সখি »
Leave a Reply