মায়াপুরে পাইত্যা জাল আটকাইছে পুরুষের পাল
ছুটিবার আর নাইরে নাল কি হবে উপায় ॥
আছে একটি মায়ানগর আগুনে বেঁধেছে ঘর
দেখিলে পতঙ্গ নর ঝাঁপ দিতে চায়।
বেশি গরম খায় যারা অল্পেতেই মুখ পুড়া
ধনে প্রাণে হইয়া সাড়া সকলি হারায় ॥
মায়বিনী রাক্ষসিনী কিছুতেই নয় সে দোষী
যার চরণে মক্কা, কাশী, সবি পাওয়া যায়।
মায়ের চরণ ছাড়া যোগী, ঋষি আউলিয়ারা
আসা যাওয়ার রাস্তা তারার আছে বা কোথায় ॥
মায়া কি আর অমনি বটে যাহারি পায়ের খুঁটে।
শিব রয়েছে অকপটে দেখলে পরান যায়।
একমাত্র প্রেমের কারণ শ্রীকৃষ্ণ মধুসুদন।
দাসখত করিল পূরণ শ্রী রাধিকার পায় ॥
সারাদিনমান কার্য করে সন্ধ্যা সময় নিয়া ঘরে
মায়ের কাছে হাজির করে যাহা কিছু পায় ॥
যার ঘরে নাই ঘরনি হয় যদি সে বেশী ধনী
তার মালের গড়গড়ানি সহ্য হয় না গায় ॥
কেউ যদি শিন্নি মানে মায়ের পায়ে লাড়াধানে
পাও দিয়া মায় বাড়া বানে সেই দেবতার দায়।
কবি রশিদ উদ্দিন কয় মা কিন্তু দোষী নয়।
জগত খেয়ে চেয়ে রয় আরো খাইতে চায় ॥
পূর্ববর্তী:
« মানুষের মানুষ চিনে যার তুল্য কেউ নাই
« মানুষের মানুষ চিনে যার তুল্য কেউ নাই
পরবর্তী:
মিছা কেন ডাক রে কোকিল মিছা কোন ডাক »
মিছা কেন ডাক রে কোকিল মিছা কোন ডাক »
Leave a Reply