পুরুষ পাগল করলো মায়ে নয়নের বাণে ॥
কি ধন দিয়া পাগল করে সন্ধান জানে কয়জনে ॥
পুরুষ ভ্রমরা জাতি, মায়ের কাছে জ্বলছে বাতি
প্রদীপ লাগাইয়া বধে পরানে ॥
মা তোমার আদ্যের শক্তি, তার চরণে কর ভক্তি
অনায়াসে দিবে মুক্তি শেষের দিনে ॥
মায়ের গর্ভে জন্ম নিয়া, সেই মায়েরে করলে বিয়া
পায়ের ধুলা বানাইয়া রাখলে কেমনে ॥
ছাড়িয়া সংসারের কর্ম পাইতে গিয়া মায়ের মর্ম
রশিদ উদ্দিন মন দিয়াছে মায়ের চরণে ॥
পূর্ববর্তী:
« পুরুষ আর রমণীর চারি জাতি জানি
« পুরুষ আর রমণীর চারি জাতি জানি
পরবর্তী:
পুরুষকে ঘুরাইলে মায়ে কি যাদু জানে »
পুরুষকে ঘুরাইলে মায়ে কি যাদু জানে »
Leave a Reply