মরুতে আজ ফুটল কুসুম বাজিল ভেরী
ভ্রমর বুলবুল হইয়া আকুল আসিল উড়ি ॥
সেই ফুলেরি সৌরভেতে হুরপুরি কি নুরী।
সেই ফুল নিয়া চন্দ্র সূর্য করছে কাড়াকাড়ি।
অনল অনিলে ভূধর সলিলে ভাসছে লহরী ॥
শাহে গোলজার দীপ্ত পুরে উজ্জল সোনার পুরী।
পাতায় পাতায় গুল্ম লতায় গাহে নামের সারি ॥
চারি রঙ্গে ফুটছে ফুল কুমকুম কুস্তরী
সেই ফুলের আজ মধু লুটে যত নরনারী
আউয়ালে ফুটেছে ফুল আখেরে জাহেরী
সেই ফুলেরি গন্ধ নিলে দোয়ক হারাম তারি ॥
রশিদ উদ্দিন বলে হায় আহা মরি মরি
সেই ফুলের আজ পাপড়ি টুটে লাগছে গড়াগড়ি ॥
পূর্ববর্তী:
« মরি হায় হায় রে গুণগান গাই
« মরি হায় হায় রে গুণগান গাই
পরবর্তী:
মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না »
মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না »
Leave a Reply