ভবে মানুষ বলে কারে ॥
মাইন্সের মত এই সংসারে কেউরে নাহি পয়দা করে ॥
মানুষের হইলে পরিচয়, ভেঙ্গে যাবে সকল সংশয়।
থাকবে না কেউর আশর বিষয় চিনতে পারলে তারে
আদম তন করিয়া যতন পয়দা যখন করে।
ষাইট গজ লম্বা দিয়া তারে সাত হাত রেখেছিল ফাড়ে ॥
আব আতস খাক বাদে, আট চাইর আর বার জাতে
লাগাইল আদম তনেতে আপে পরোওয়ার
ছালছাবিল নামে কুয়া আরশের কিনারে।
রহিম নূরের পানি দিয়া সেই মাটিকে মাওন করে ।
মক্কা হইতে এনে মাটি, মাথা করল পরিপাটি
বায়তুল মুকাদ্দাসের খাকে গর্দান দুটি গড়ে (সিনাও তৈরি করে)
হিন্দুস্তানের মাটি দিয়া চামড়া তৈয়ার করে।
পূর্ব পশ্চিমের মাটিতে হাত পায়ের কাজ দিলেন সেরে ॥
বেহেস্তের মাটি দিয়া, আদমের কপাল বানাইয়া।
মদিনার মাটি দিয়া জিহ্বা তৈয়ার করে
হউজে কাউসারের মাটিতে চক্ষু তৈয়ার করে
পরশমণি পাথর দুটি বসাইলেন তার ভিতরে ॥
মোকাদ্দসের মাটি দিয়া আদমের সিনা বানাইয়া
নিজে খোদা রইলেন চাইয়া এস্কেরি জোওয়ারে।
এয়ামেন শহরের মাটিতে জানু তৈরি করে।
নানান রঙে সাজাইয়া রাখিলেন বেহেস্তের ঘরে ॥
রশিদে কয় আদমপুরে, বাজিগরে বাজি করে
পুতুল খেলে হইয়া সখা বইসা অন্তঃপুরে
বেরঙেতে রং ছড়াইয়া আজগুবি ব্যাপারে
পুতলার মাথায় তার বান্দিয়া বইয়া টানাটানি করে ॥
পূর্ববর্তী:
« ভবে মানব জন্ম আর হবে না হরি নামামৃত পান কর্লে না
« ভবে মানব জন্ম আর হবে না হরি নামামৃত পান কর্লে না
পরবর্তী:
ভবের কানা রে কেন ভবের কাজে রও সদা মাতিয়া »
ভবের কানা রে কেন ভবের কাজে রও সদা মাতিয়া »
Leave a Reply