আমি কিছু বুঝি না বুঝি না ॥
আঁখি বুজি কারে খুঁজি কেবা আছে আপনা ॥
কিবা ছিলাম, কি হইলাম, কোথা হইতে কোথায় আইলাম
আনাগোনা বড় যন্ত্রণা ॥
আবার হেথা হইতে কোথায় যাব হে…জানি না তার ঠিকানা ॥
আকাশেতে ছিল ইন্দু, উথলিয়া কাম সিন্ধু, বন্দু রূপে ভাসিল ফেনা
ইন্দু বিন্দু সিন্ধু নীরে হে…বন্ধুত্ব হয় দুইজনা ॥
দুইজনে করিয়া খেলা বনল এক সুন্দর পুতলা
উলা মেলা কমতো দেখিনা।
পুতুল বানাইল কি নিজেই বনল হে…কোনটা করি ধারণা ॥
এই দেহে স্বভাবিক, কি হয় কাল্পনিক, ভৌতিক কিংবা হবে মৌলিক
কোন বিষয় চিন্তায় ধরে না।
এদিক ওদিক কেনটা সঠিক হে…কে করে আলোচনা।
একই উপাদান হইতে মানুষ বনল এই জগতে
জাত বিজাতের দরকার দেখি না।
কোন বিধির বিধান মতে হে…নারীপুরুষ দুইজনা ॥
কোন স্বভাবে হইল নারী কোন অভাবে নাই তার দাড়ি
নিলাম্বরী পরনে কিনা।
বিধি কি অবধির মতো হে…ধরল এই সব নমুনা ॥
কী উদ্দেশ্যে মানুষ বনল তাতে কি দরকার পড়িল
মর্ম খুলে কেউতো বলে না ॥
মানুষ নশ্বর কি অবিনশ্বর যুক্তি তর্কে ধরে না ॥
সবে বলে সে পারে যাই, পাহাড়ে কিন্তু উদ্দিশ না পাই
শুনিতে পাই এই সব ঘোষণা।
তবে এপাড় সেপাড় কতদূরে হে…নির্ণয় জানি না।
বাউলকবি রশিদ বলে, কেবা আছে সৃষ্টি মূলে
দৃষ্টি খুলে পাওয়া যায় না।
থাকলে যে দেখা দেয় না হে…করিলে আরাধনা ॥
পূর্ববর্তী:
« আমি কি হেরিলাম গো, শ্যাম কালিয়া রূপে আমায় পাগল করিল
« আমি কি হেরিলাম গো, শ্যাম কালিয়া রূপে আমায় পাগল করিল
পরবর্তী:
আমি কী করিব রে প্রাণনাথ তুমি বিনে »
আমি কী করিব রে প্রাণনাথ তুমি বিনে »
Leave a Reply