মা মা বলে মায়ের পায়ে পরবি লুটে আয়,
এমন মায়ের পায়ে ভজতে কে তোরে ফিরায় ॥
মা তোমার আদ্যের শক্তি, তার চরণে রাখ ভক্তি,
অনায়াসে দিবে মুক্তি, সমনের কি দায় ॥
মায়ের পদে সুরধ্বনি, শক্তিরূপা বিনোদিনী
পার হইতে বৈতরণী উঠবে মায়ের নায় ।।
শঙ্খ, চক্র, গদা, পদ্ম, সকলি তোর মায়ের বাধ্য
ষড়রিপু মদন সিদ্ধ জানেরে তোর মায় ॥
রশিদ উদ্দিন কান্দে একা, চতুর দিকে বিভীষিকা,
কঠিন হইল জীবন রাখা, যাবি তরায় মায় ॥
পূর্ববর্তী:
« মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও
« মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও
পরবর্তী:
মা-গো মা, ঝি-গো ঝি করলাম কী রঙ্গে »
মা-গো মা, ঝি-গো ঝি করলাম কী রঙ্গে »
Leave a Reply