রবিকিরণচাঁদের আলো পায় কি আর সব জনে,
হাসে রবি হাসে শশী নিত্য নতুন ফুল বাগানে ॥
জ্বালাইয়া জ্ঞানের বাতি, যে জাগিল সারা রাতি
চন্দ্র সদয় তারি প্রতি, ভাসতে থাকে চোখের কোণে ॥
ঝঞ্ঝা রাতে পাক বাতাসে, কখন ভাসে কখন হাসে
যে রয়েছে আশার আশে, সহ্য করে ঝড় তুফানে ॥
বলে বাউল রশিদ উদ্দিন, অমাবস্যা লাগে যেদিন
নহে রাত্র নহে দিন, বীজ বুনিল সাধুগণে ॥
পূর্ববর্তী:
« রজনী হইসনা অবসান
« রজনী হইসনা অবসান
পরবর্তী:
রমজানের চান যে জন দেখেছে »
রমজানের চান যে জন দেখেছে »
Leave a Reply