সমুদ্রের মাঝেখানেতে বাঘে গিয়া হরিণী ধরে ॥
চুপ করিস না গোল করতে থাক, সজাগ হয়ে ঘুমারে।
তালগাছের গোড়ায়রে মন, শকুনে গিয়া বাসা করে
চৌদ্দ হাত পানির নিচে, মাঝে মাঝে আণ্ডা পাড়ে।
সেই দেশের উল্টা কথা নিচের দিকে গাছের মাথা।
নাম ধরেছে আলোক লতা শিকড় আছে শূন্য ভরে ॥
মায়ের বিয়া যে দিন তারিখ, আনতে গেল নানার বাড়ি
তাড়াতাড়ি আনলো সওয়ারি পিতাপুত্রে যুক্তি করে ॥
তুমি আমি যত সবে এক ঘাটেতে নামলে পরে
ভেবে রশিদ উদ্দিন বলে নদীর পাড়ে উঠলেই মরে ॥
পূর্ববর্তী:
« সবাই মানুষ বাংলাদেশে স্বাধীনতা চায়
« সবাই মানুষ বাংলাদেশে স্বাধীনতা চায়
পরবর্তী:
সরল তুমি নাম যে তোমার সরলা »
সরল তুমি নাম যে তোমার সরলা »
Leave a Reply