মন বলব কি তোমারে ॥
এলে ভবে, যাইবে কবে, একদিন নি তোর মনে পড়ে ।
করবে নামাজ বন্দেগি, অজুদ তোমার হবে নেকি
বিনয় ডাকবে খাকি, আয় তুই আমার ঘরে।
খাগ যাবে খাগেতে মিশে, বাতাস যাবে উড়ে
আতসে আব জ্বালাইয়া রুহু নিবে নিরাকারে ॥
ইমানকে করিও শক্ত, হওগা রাসুলের ভক্ত
কাজের কাজী হবে উক্ত সন্দেহ কি অন্তরে।
ইছমেজাতে ভক্ত তাতে হইতে যেজন পারে
ভবের বন্ধন ঘুইছা যাবে উজ্জ্বল হবে খোদার নূরে ॥
কেউ যদি হজ্ব করিবা নিজের ঘরে আগে কাবা
আছে বস্তু মনলোভা, দেখলে না সেই ঘরে।
নিজের ঘরে কাবা থুইয়া (কেন), হজ্ব করতে যাও দূরে।
চাইয়া দেখ তোর কাবা ঘরে, চৌদিকেতে আযান পড়ে ॥
শুন রশিদ উদ্দির বাণী, খোদে খোদা খোদরব্বানী
কোরানে রইল গুপনি চিনতে যেজন পারে।
পাঞ্জেগানা ত্রিশ রোজা বৎসরতে ঘুরে
একটি নামাজ একটি রোজা আদমের করিলেই সারে ॥
পূর্ববর্তী:
« মন পাগলা তুই লোকসমাজে লুকি দিয়ে থাক
« মন পাগলা তুই লোকসমাজে লুকি দিয়ে থাক
পরবর্তী:
মন ভালা না রে তোর »
মন ভালা না রে তোর »
Leave a Reply