হবে মন তোর কী উপায়, ভজরে কিশোরীর পায়
কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী বিনে নাই উপায় ॥
কিশোরী তোর কমরের ঘুঙ্গুর, তোমারি চরণের নূপুর,
গলাতে কণ্টকের মালা মস্তকে ময়ূর তোমার।
চলিতে কিংকিনি বাজে, কী চমৎকার শুনা যায় ॥
আদ্যশক্তি আস্বাদনে জীতেন্দ্রিয় সাধুগণে।
মজে রইল রাত্র দিনে, কিশোরীর চরণ সেবায়।
তারে রেখে সতি, করে স্তুতি, সন্ধানে গিয়া মাল উঠায় ॥
আছে নারী চারি জাতি পদ্মিনী পদ্মেতে মতি।
জ্বলছে রতন দিবা রাতি, খোঁজ মন তুই সেই জায়গায়
অমূল্য ধন আছে, গোপন বন্ধ যে উল্টা তলায় ॥
লাল সাদা দুইটি মতি, সাবধানে রাখিও অতি
লক্ষ রেখ তাহার প্রতি, যে তোমার অভিপ্রায়।
তারে করিলে অর্জন, করো না বর্জন, বন্ধ রেখ কটরায় ॥
ললনা প্রেম সোহাগিনী ভুবনহরা মন মোনিনী
তরুণী বালিকার মণি, তুলবে যদি শীঘ্র আয়।
এই মণি হল সাধন, সমনকে কলা দেখায় ॥
ক্ষীরোদ তটিনীর তটে, জলের নিচে এক চন্দ্র উঠে
রুহিনী তার নামটি বটে তরঙ্গে তরঙ্গে ধায়।
সেই চন্দ্র যার সাধন হইল সোনার অঙ্গ হইয়া যায় ॥
জলের নিচে মানুষ একজন, বসনভূষণ রক্তবরণ।
সুধার হড়ি হাতে নিয়া, নিমন্ত্রণ করিয়া যায়।
রশিদ উদ্দিন নাইকো দেশে সে নিমন্ত্রণ কেবা খায় ॥
পূর্ববর্তী:
« হবে নি রে আর মানব জনম দেখা না ভাবিয়া
« হবে নি রে আর মানব জনম দেখা না ভাবিয়া
Leave a Reply