পিনরায় কেন ছটপট দেখি, ওরে আমার ময়না পাখি।
দুধকলা খাওয়াইলে কত, তেও তুমি হইলে না সুখি ॥
অন্ন দিতাম স্বর্ণের থালে, আরকি তোমার রাখলাম বাকি।
তোমায় লয়ে পরম সুখে, করতাম প্রেমের মাখামাখি ॥
জঙ্গলায় থাকে ছয়টি পাখি, তাদের যুক্তি লইছ নাকি?
বুঝি না তোর ভাবের ধারা, কোনদিনবা তুই মারছ লুকি ॥
তোমার খুঁজে পাইনি কোথাও করলাম কত ডাকাডাকি।
তোমার জন্য রশিদ উদ্দিন, ঘোর কইরাছে দুইটি আঁখি ॥
পূর্ববর্তী:
« পিঞ্জিরা ছাড়িলে ময়না পাখি
« পিঞ্জিরা ছাড়িলে ময়না পাখি
পরবর্তী:
পিন্দাড়ে পলাশের বন পালাব পালাব মন »
পিন্দাড়ে পলাশের বন পালাব পালাব মন »
Leave a Reply