মাটির পাখির কোনো খবর রাখি না, সে আছে বিলের ওই পারে
আমাদের কাজ শুধু সাঁতারের পিছু পিছু জলের জালের নিচে ধাওয়া
বাতাসের নিশানের ছেঁড়া কুচিগুলো ওড়ে মায়াবালকের মতো
আমাদের কাজ শুধু পিছু পিছু, পাতাহীন চোখ খুলে যেভাবে ঘুমায় মাছ
সারা দিন সারা রাত যেভাবে সে জেগে থাকে
ছবি তুলে রাখে সেই পাখিটির খাঁচাটির বাতাসের শূন্যতার পরে
আমাদের কাজ শুধু মহাসড়কের পাড় ধরে ছুটে চলা
যেভাবে আকাশ ছোটে ছোট ছোট তারাদের নিচু ঘরবাড়ি
ছিঁড়েখুঁড়ে ছুটে আসে কামানের গোলা এই ম্লান দেশে ম্লান পৃথিবীতে
লোহার কঙ্কালে দেখো ভরে গেছে জলছবি এই শ্রাবণের
আমাদের পাখিটির গান তবু মনে রেখো, তার ছিল মাটির শরীর
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১৯, ২০১১
তারেক মাসুদ [৬ ডিসেম্বর ১৯৫৭—১৩ আগষ্ট ২০১১]
Leave a Reply