কমরেড শান্তি সেন ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারী জন্ম গ্রহন করেন এবং ১৯৮৮ সালের ৩১ জানুয়ারী সুদীর্ঘ লড়াই সংগ্রামে অনবদ্য অবদান রেখে দেহ ত্যাগ করেন। তিনি ১৪ বছর বয়স থেকে বৃটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হন। যুগান্তর, অনুশীলন দলের তিনি একজন স্বক্রীয় কর্মী ছিলেন। শান্তি সেন স্বদেশী ও তেভাগা আন্দোলনে অংশ নিয়ে নিয়ে বিপুল সাহসিকতার সাক্ষর রেখে গেছেন। ১৯৪৩ সালের দূর্ভিক্ষের সময় বিপ্লবী পন্থায় অর্থ ও খাদ্য সংগ্রহ করে বুভুক্ষ মানুষের পাশে দাঁড়ান। তিনি ১৯৭২ সালে সাম্যবাদী দল গঠন করেন। এছাড়াও ভারতবর্ষে কমিউনিষ্ট আন্দোলন বিভক্ত হয়ে পরলে শান্তি সেন পিকিংপন্থী কমিউনিষ্ট পার্টির সাথে রাজনীতি করেছেন। (ইন্টারনেট)
পূর্ববর্তী:
« শান্তি বর্ধন
« শান্তি বর্ধন
পরবর্তী:
শান্তিপদ চক্রবর্তী »
শান্তিপদ চক্রবর্তী »
Leave a Reply