নাই বা পরিলে আজ মালা চন্দন,
বিনা সাজে তুমি মোর মনের মতন ||
না-ই দিলে কবরীতে ফুল, পড়ে থাক্ মুকুতার দুল,
কেন আলতার অনুরাগে রাঙাও চরণ ||
এলো চুলে না-ই আজ বাঁধলে বেণী, সেই তো ভালো,
মিছেই কাজল দাও ও দুটি চোখে, সে যে আপনি কালো |
না-ই থাক্ কুমকুম টিপ, তবু তুমি রূপের প্রদীপ——
প্রিয়া, আমার নয়ানে তুমি নিতুই নূতন ||
কথা – প্রণব রায়, সুর – বিনোদ চট্টোপাধ্যায়, কণ্ঠ – মহম্মদ রফি
পূর্ববর্তী:
« নাই বা ঘুমালে প্রিয়, রজনী এখনো বাকী
« নাই বা ঘুমালে প্রিয়, রজনী এখনো বাকী
পরবর্তী:
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী »
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী »
Leave a Reply