যখন র’ব না আমি দিন হলে অবসান,
আমারে ভুলিয়া যেও মনে রেখো মোর গান।।
আমার ফুলে ধূলা যদি লাগে ভুলে,
গানের কুসুমগুলি হবে না তো কভু ম্লান।
মোর জীবনের যত ভুল, তুমি ভুলে যেও সেইদিন
মোর জীবনের যত ভূল নিয়ে যায় নিশি ভোরে,
যে দিন হল মলিন।
সেই স্মৃতি হবে মোর বিদায়বেলার দান।।
কথা – প্রণব রায়, সুর – রাইচাঁদ বড়াল, কণ্ঠ – কুন্দন লাল সায়গাল
ছায়াছবি – পরিচয়
পূর্ববর্তী:
« যখন কেউ আমাকে পাগল বলে
« যখন কেউ আমাকে পাগল বলে
পরবর্তী:
যখন সময় থমকে দাঁড়ায় »
যখন সময় থমকে দাঁড়ায় »
Leave a Reply