নাই বা ঘুমালে প্রিয়, রজনী এখনো বাকী
প্রদীপ নিভিয়া যায়, শুধু জেগে থাক্ তব আঁখি।
এখনো দুয়ার পাশে হেনার ও সুরভী আসে,
পিয়া পিয়া বলে ডাকে সাথীহারা, সাথীহারা কোনপাখী।
আকাশের বুকে চাঁদ, মোর বুকে তব মুখ জাগে,
আমি চেয়ে চেয়ে দেখি, কারে সুন্দরতর লাগে।
এ মধু মাধবীরাতে, জেগে রব দু’জনাতে
জড়াব দু’টি হৃদয়ে একটি প্রেমের রাখী।।
কথা – প্রণব রায়, সুর – সুবল দাশগুপ্ত, কণ্ঠ – কুন্দন লাল সায়গাল
পূর্ববর্তী:
« না-না-না ফুটলনারে ফুল
« না-না-না ফুটলনারে ফুল
পরবর্তী:
নাই বা পরিলে আজ মালা চন্দন »
নাই বা পরিলে আজ মালা চন্দন »
Leave a Reply