ঘুমের ছায়া চাঁদের চোখে, এ মধু রাত নাহি বাকি
মুখপানে মোর রয়েছে জাগি, মোর ভীরু তব আঁখি
যে আঁখিতে লাজ ছিল গো, সেথা প্রেমের ভাষা
প্রিয়া যে চাহে এ মধুরাতে পরাতে তোমায় মিলন রাখী
আধো জোছনায় আবেশ লাগে, অধর নীরব শুধু নয়ন জাগে
হৃদয় কহে আমি তোমারই, নীরব ভাষায় সাথীরে ডাকি, প্রিয়া যে চাহে
হয়তো এ নিশি সারা জীবনে, আসিবে না ফিরে কোনক্ষণে
ক্ষণিক মিলনে মিলিছে দু’জনে রাতজাগা দু’টি পাখী, প্রিয়া যে চাহে—
কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – তালাত মামুদ
পূর্ববর্তী:
« ঘুমাও রজনীগন্ধা
« ঘুমাও রজনীগন্ধা
পরবর্তী:
ঘুড়ি »
ঘুড়ি »
Leave a Reply