তুমি কি এখন দেখিছ স্বপন, আমারে
আধো রাতে সেথা উঠেছে কি চাঁদ আঁধারে | তুমি কি এখন—
তোমার ভুবন ঘিরিয়া, মিলন এলো কি ফিরিয়া
মনে আজো বাঁধিলে কি সেতু, বিরহ নদীর দু’ধারে | তুমি কি এখন—-
খোলা এলোচুল, মুখের দু’পাশে ছড়ায়ে, তুমি ঘুমায়ে আছো কি
মোর দেওয়া সেই ঝরা মালা বুকে জড়ায়ে |
স্বপনে দিলে কি ভুলিয়া, স্মৃতির দুয়ার খুলিয়া
আবার কি তারে ফিরে চাও তুমি, ফিরায়ে দিয়াছ যাহারে | তুমি কি—
কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – জগন্ময় মিত্র
পূর্ববর্তী:
« তুমি এসো ফিরে এসো, যদি আসে ছেলেবেলা
« তুমি এসো ফিরে এসো, যদি আসে ছেলেবেলা
পরবর্তী:
তুমি কেমনে এত নিঠুর হইলা »
তুমি কেমনে এত নিঠুর হইলা »
Leave a Reply