মাটির এই খেলাঘরে কেউ হাসে কেউ কাঁদে
ভালবাসা দিয়ে কেউ বালুচরে বাসা বাঁধে
কেউ আশা লয়ে জাগে রে, কারো আশা ফুরালো
মধুর ভুবনে কার ফুল ফোটে পাখী গায়
দুয়ার হতে কারো বসন্ত বিদায় চায়
কেউ মালা গাঁথে গোপনে, কেউ ফুল ছড়ালো
কারো আকাশে জাগে মিলন চাঁদের তিথি
দীপ নেভা কারো ঘরে, কাঁদে অতীত ও স্মৃতি
কেউ হারানো প্রেম পেল রে, কেউ পেয়ে হারালো
কেউ আশা লয়ে জাগে—
কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – ফিরোজা বেগম
পূর্ববর্তী:
« মাঝে মাঝে হাত দুটো নিশপিশ করে (আমরাও বেঁচে আছি)
« মাঝে মাঝে হাত দুটো নিশপিশ করে (আমরাও বেঁচে আছি)
পরবর্তী:
মাধবী মধুপে হল মিতালী »
মাধবী মধুপে হল মিতালী »
Leave a Reply