এমনি বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন
তব হাতে ছিল অলস বীন, মনে কি পড়ে প্রিয় ?
আমি শুধানু তোমায় বলো দেখি, কোনদিন মোরে ভুলিবে কি ,
আঁখিপাতে বারি দুলিবে কি, আমার তরে প্রিয় ? এমনি বরষা ছিল…
মোর হাতখানি ধরে কহিলে ,হায় মন দিয়ে মন ভোলা কি যায় ?
কাঁদিবে আকাশ মোর ব্যথায়, বাদল ঝরে প্রিয়
হায় তুমি নাই বলে মোর সাথে , তাই কি বিরহ বরষাতে
এত বারি ধারা আজি রাতে, অঝরে ঝরে প্রিয় | এমনি বরষা…
কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – যূথিকা রায়
পূর্ববর্তী:
« এমনও দিন আসতে পারে
« এমনও দিন আসতে পারে
পরবর্তী:
এসো আমরা তরী বেয়ে যাই »
এসো আমরা তরী বেয়ে যাই »
Leave a Reply