খেলাঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়
বাঁশী শুধু কেন নাম ধরে ডাকে আজো মোর আঙিনায় | নয়নের—–
মালতীর মালাখানি রেখে গেলে অভিমানি
আশার মুকুল সেথায় বিরহে ঝরিয়া যায় | নয়নের—-
চৈতি রাতের আকুল উজল গান ভুলে গেলে তুমি
দিলে না দিলে না দিলে না তো কোনও দাম |
মোর যত আশা ফুল না পেল না তো আজো কুল
কুল হতে শুধু দূরে চলে যায় নিরালায় | নয়নের —
কথা – প্রণব রায়, সুর ও কণ্ঠ – সুধীরলাল চক্রবর্তী
পূর্ববর্তী:
« খুলিয়া কুসুম সাজ শ্ৰীমতী যে কাঁদে
« খুলিয়া কুসুম সাজ শ্ৰীমতী যে কাঁদে
পরবর্তী:
গঙ্গা আমার মা পদ্মা আমার মা »
গঙ্গা আমার মা পদ্মা আমার মা »
Leave a Reply