মা– মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার —- মাকে মনে পড়ে।
তার মায়ায় ভরা সজল বীথি, সে কি কভু হারায়
সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সন্ধ্যারাতের তারায়
সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেইযে তুলনা—
তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে,
আলতা পরা পায়ের ছোয়ায় রক্তকমল ফোটে
প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে,
সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই যে তুলনা।
কথা – প্রণব রায়, সুর ও কণ্ঠ – সুধীরলাল চক্রবর্তী
পূর্ববর্তী:
« মধু মালতী ডাকে আয় ফুল ফাগুনের এই খেলায়
« মধু মালতী ডাকে আয় ফুল ফাগুনের এই খেলায়
পরবর্তী:
মন আমার (তোমার কথা শুনতে ভালো লাগে) »
মন আমার (তোমার কথা শুনতে ভালো লাগে) »
Leave a Reply