ও নিরুপম সুন্দর মন তুমি আছ নয়নে
ও রূপ দেখে সাধ যে মেটে না আরো দেখার সাধ জাগে
তোমারই মত সুন্দর গো কে আছে এ ভূবনে
সূর্য্যমুখীর বুকে যেমন জাগে আলোর পিয়াসা
তুমিই জানো আমার প্রাণে লুকিয়ে আছে কি আশা
সাধ জাগে সাজাতে তোমায়, মোর প্রণয়ের চন্দনে।
পূজার থালায় ফুল রেখেছি, মনও আমার ফুল হলো
কোন কুসুমে গাঁথবো মালা তুমি প্রিয় আজ বলো
একসাথে দুলবো দুজনে, সুখ দুঃখেরই ঝুলনে
কথা – প্রণব রায়, সুর – রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়, ছায়াছবি – নায়িকার ভূমিকায়
পূর্ববর্তী:
« ও নদীরে
« ও নদীরে
পরবর্তী:
ও পারে থাকবো আমি »
ও পারে থাকবো আমি »
Leave a Reply