এই ফাগুনে ডাক দিলে কে ?
ও আমার স্বপ্ন — আবেশে ভরা মন নিলো যে
আমার মন কে পরিয়ে মালা কাছে এলো যে
সোনা আলো হাসিতে, ফাল্গুনী বাঁশীতে ডাক দিল কে
আজ মালঞ্চে মোর বুঝি হয়েছে ভোর
আহা প্রাণের গোলাপে এত রঙ দিল কে ?
ও তার ভালোবাসার আমি রূপসী তাই মরি
আমায় দেখেছি আমি তারই দুই চোখে
কথা – প্রণব রায়, সুর – রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়, ছায়াছবি – নায়িকার ভূমিকায়
পূর্ববর্তী:
« এই পৃথিবীতে তবে কি আমার নাই ওগো কোনো ঠাঁই
« এই পৃথিবীতে তবে কি আমার নাই ওগো কোনো ঠাঁই
পরবর্তী:
এই বালুকা বেলায় আমি লিখেছিনু একটি সে নাম »
এই বালুকা বেলায় আমি লিখেছিনু একটি সে নাম »
Leave a Reply