আঁধার মনের দিগন্তে আজ আলো দেখাও আলো দেখাও
নতুন সূর্য্য আলো দেখাও আলো দেখাও আশ্রয়
সত্যের পথ মঙ্গল পথ তাই শেখাও
মানুষের যেন বঞ্চনা করে নিজেরে করি না হীন
অন্যায় যেন হার মানে চিরদিন।
অন্ধরাত করো প্রভাত আলো দেখাও
মনে আমার শিভ্র প্রাণের ফুল ফোটাও নতুন সূর্য্য
কথা – প্রণব রায়, সুর – রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়,
ছায়াছবি – নায়িকার ভূমিকায়
পূর্ববর্তী:
« আঁখি ওতো আঁখি নয়, বাঁকা ছুরিগো
« আঁখি ওতো আঁখি নয়, বাঁকা ছুরিগো
পরবর্তী:
আঁধারে আমি তোমায় খুঁজে মরি »
আঁধারে আমি তোমায় খুঁজে মরি »
Leave a Reply