তীর বেঁধা পাখী আর গাইবে না গান
ভুলে গেছে জীবনের হাসি কলতান
হাসি ছিল গান ছিল সাথী ছিল সাথে
বুঝিনি তো তীর ছিল নিয়তীর হাতে
দুদিনের মধু মেলা হোলো অবসান।
তীর বেঁধা পাখী আর গাইবে না গান
বুকে লয়ে অভিমান নীরব হয়েছে ভালোবাসা
চোখে তবু আসে জল, অশ্রু যে ব্যথার ভাষা
এ জীবনে মালা গেঁথে কেন ছিঁড়ে ফেলা
আমি যেন নেভা দীপ ব্যথা ভরা প্রাণ।
তীর বেঁধা পাখী আর গাইবে না গান
কথা – প্রণব রায়, সুর – রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়,
ছায়াছবি – পিতাপুত্র
পূর্ববর্তী:
« তারে অনুনয় করে বলেছি যেওনা
« তারে অনুনয় করে বলেছি যেওনা
পরবর্তী:
তুই যে আমার মিলনমালা »
তুই যে আমার মিলনমালা »
Leave a Reply