তুমি কত সুন্দর কে আমারে বলে যায়—
জানি গো সে যে তুমি, সুন্দর করে দেখেছ তুমি আমায়
তোমার বাঁশীতে বাজে কি, বলো আমার গানের ছন্দ
বাতাসে আমি যে পেয়েছি, সেকি তোমার মালার গন্ধ
বলো না বলো না…. তোমার ফাল্গুন এ জীবনে কারে চায়
আজ বারে বারে মনে হয়, ছিল দোঁহে পরিচয়
আমার দিবস রজনী শুধু তোমার আবেশে মগ্ন
তুমি কি মাধবী নিশিথে বলো দেখেছ আমার স্বপ্ন
হৃদয় তোমার দোলে ভাবনায়, কে যেন আমারে বলে যায়
কথা – প্রণব রায়, সুর – পবিত্র চট্টোপাধ্যায়, কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়,
ছায়াছবি – পিতাপুত্র
পূর্ববর্তী:
« তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনাই সয়েছো
« তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনাই সয়েছো
পরবর্তী:
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় »
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় »
Leave a Reply