তুমি যে আমার এই ভূবনে তাই এত আলো এতো গান
তোমারে হারালে এ জীবনে মোর সকলি যে অবসান
(তাই) অলখে এ হিয়া মোর, তোমারই ধ্যানে বিভোর
তোমারই ছোঁয়ায় মাটির প্রতিমা, সহসা পেয়েছে প্রাণ
তুমি নহ মোর শুধু অবসর সাথী
সারা জীবনের অশ্রু হাসির মালা, তোমারে দিয়েছি গাঁথি
(আমি) তোমারই যে চিরদিন তোমাতে হব বিলীন
ভালোবাসার অধিকার মম সেও যে তোমারই দান
কথা – প্রণব রায়, সুর – রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়,
ছায়াছবি – শিল্পী
পূর্ববর্তী:
« তুমি মোর জীবনের ভাবনা
« তুমি মোর জীবনের ভাবনা
পরবর্তী:
তুমি যে আমার ওগো তুমি যে আমার »
তুমি যে আমার ওগো তুমি যে আমার »
Leave a Reply