দীপ খোঁজে আলো মন খোঁজে মন
আশা নিয়ে শুধু খোঁজা সারাটা জীবন—
আশার সে আলোয় হায় ফুরালে
সে কি পাওয়া যায়।
মন তবু বসে থাকে, তারই দুরাশায়॥
জীবনের পরশমণি, প্রেম তারই নাম
যে পেয়েছে সে জেনেছে কি যে তার দাম ?
মেলে কি কখনও যদি সে মণি হারায়!
মন তবু বসে থাকে, তারই দুরাশায়॥
কে যানে গো কি খেলা যে খেলে
বোঝে না সে জীবনে কার, হোল কি ক্ষতি
বুকের দুয়ারে এসে সে নিল বিদায়,
মন তবু বসে থাকে, তারই দুরাশায়॥
কথা – প্রণব রায়, সুর – পবিত্র চট্টোপাধ্যায়, কণ্ঠ – মান্না দে,
ছায়াছবি – মেঘ কালো
পূর্ববর্তী:
« দিয়ে গেছি সবই তবু দিলে ফাঁকি
« দিয়ে গেছি সবই তবু দিলে ফাঁকি
পরবর্তী:
দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় »
দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় »
Leave a Reply