কত জনম যাবে কত নিশি হবে ভোর
বলো চাঁদের লাগি কত ঝরিবে চকোর কত জনম—
শুধু নিজেরে লয়ে দিন যাবে কি ক্ষয়ে, যদি ধরা না দেবে কেন
দিলে ফুল —— মোর কত জনম—-
এই বিরহ মন বুঝি নিয়তির খেলা, তাই মিলন মাঝে আজও দু’জনে একা
কেন বুঝিলে না হায়, মোর হিয়া কারে চায়
কেন আঘাত সহে, এই ভালবাসা মোর কত জনম যাবে—
কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – ফিরোজা বেগম
Leave a Reply