যে ভালোবাসায় ভোলায় মোরে মিছে আশায় ভোলায় না
সেই ত আমার প্রিয়।
যে দুঃখে সুখে দোলায় মোরে কল্পনাতে দোলায় না
সেই ত আমার প্রিয়।
যে সকল ঝড়ের আঘাত থেকে বাঁচায় মোরে আগলে রেখে
প্রদীপ হয়ে নিজেই জ্বলে, আগুন হয়ে জ্বালায় না
সেই ত আমার প্রিয়।
যে আপন হাতের পরশ দিয়ে অশ্রু আমার দেয় মুছিয়ে
মনের মালায় বাঁধে আমায় বনফুলের মালায় না
সেই ত আমার প্রিয়।
কথা – প্রণব রায়, সুর – প্রভাস দে, কণ্ঠ – মান্না দে
পূর্ববর্তী:
« যে ছিলো দৃষ্টির সীমানায়
« যে ছিলো দৃষ্টির সীমানায়
পরবর্তী:
যে সমাধি বেদিটার ঠিক উপরে »
যে সমাধি বেদিটার ঠিক উপরে »
Leave a Reply