আকাশের সব তারা ঝরে যাবে
আমার চোখের তারা ঝরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না
একটি জনম নয়, হাজারও জনম
তোমাকে দেখি যদি সেও বড় কম
ও সেও বড় কম
একে একে সব পাওয়া হয়তোবা ফুরাবে
আমার এ মন তবু ভরবে না
মরণ যতই হোক অথৈ আঁধার
পারবে না ঢেকে দিতে এই অধিকার গো
এই অধিকার
একে একে সব আলো হয়তোবা হারাবে
চোখের পলক তবু পড়বে না
——————–
তপন চৌধুরী
saif rubel
mind blowing……………
MOHIUDDIN
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য
juntu
its actually very much helpful to us….because we are trying sing a melody song…..
নবীউল মাসুদ
খুব ভালো লাগলো