পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়।
করমের লিখিত কাজ করিলে
দোষ-গুণ তার কি হয়
শুনিতে পাই সাধু সংস্কার
পূর্বে থাকলে পরে হয় তার
পূর্বে নাই হল না এবার
আর কি তার আশায়।
বাদশার আজ্ঞায় দিলে ফাঁসি
ফাঁসিদার তো হয় না দোষী
জীবের পাপ করিয়ে কি
সাঁই তার নরক দেয়।
কর্মের দোষ কি কাজকে দোষাই
কোন কথাতে গিরে দেয় ভাই
লালন বলে, আমার বোধ নাই
শুনলে কিবা হয়।৷
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৯২; লালন-গীতিকা, পু, ২৬৮ (অন্তরার ১ম চরণে “শোণিতে পাই স্বাদ সোমেস কার”. এরূপ কথান্তর আছে। কিন্তু এর অর্থ স্পষ্ট নয়। কথান্তর :
পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়।
কর্মের লিখন কাজ করিলে
দোষ-গুণ কি তার হয়।
শুনতে পাই সাধু সংস্কার
পূর্বে যদি না থাকে কার
………
তার কি আশায়
বাদশার আজ্ঞায় দিলে ফাঁসি
ফাঁসিদার কি হয় গো দোষী
জীব করে সব নরকবাসী
খোদ কি দয়াময়।
কর্মের দোষ কি কাজকে দোষাই
কোন কথাটি গেরো দেই ভাই
লালন বলে, আমার দোষ নাই
বললে কি তাই হয়৷।– বাউল কবি লালন শাহ, পৃ. ২৮১-৮২
Leave a Reply