ধর্ম-বাজার মিলাইছে নিরঞ্জনে৷
কানা চোরে চুরি করে
ঘর থুয়ে সিঁদ দেয় পাগাড়ে
হস্ত নাই সে ওজন করে
বোবায় গান করে, বয়রায় বসে শোনে।
কানায় করে দোকানদারী
বোবায় বলে মাল নিচ্ছে তাহারি
সেই হাটে এক বাঁজা নারী
ও ছেলে কোলে হাসছে মনে মনে।
ভাঙবে বাজার উঠবে ধ্বনি
মানুষ নাই তার শব্দ শুনি
তালাব(১) নাই তার মধ্যে পানি
অধীন লালন ভাবছে মনে মনে।।
————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৮৭
গানটি রূপকের ভাষায় রচিত। লালন তত্ত্বাশ্রিত রূপকের ব্যবহারে সিদ্ধহস্ত ছিলেন।
১. তালাব (ফারসি)– পুকুর।
Leave a Reply