কুলের বউ ছিলাম, রাঁড়ি হলাম
নাড়ি নাড়ার সাথে।
কুলের আচার, কুলের বিচার
আর কি ভুলি সেই ভোলাতে।
ভাবের নাড়ি, ভাবের নাড়া
কুল নাসালাম জগৎ জোড়া
করণ তার উল্টা দাঁড়া
বিধির ফাঁড়া কাটবে যাতে।
হয়েছি নাড়ার নাড়ি
পরণে পড়েছি ধড়ি
দিব না আচাই কড়ি
বেড়াই চৈতন্য-পথে৷
আসতে নাড়া যেতে নাড়া
এ কেবল ঘোড়া জোড়া
লালন কয়, আগাগোড়া
জানিয়ে মাথা হয় মুড়াতে।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৯৫-৯৬; লালন-গীতিকা, পৃ. ২৭৪-৭৫ (ধুয়ার চরণটি “কুলের বৌ ছিলাম বাড়ি, হলাম নাড়ি নাড়া সাথে”– এভাবে লেখা হয়েছে।)
Leave a Reply